ফিরোজ হোসেনঃক্রাইমবার্তা রিপোটঃ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসাপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় হাসপাতাল চত্বরে এই অপারেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়। হাসপাতাল ইনচার্জ মোঃ আনোয়ারুল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জন ডাঃ ইমরুল কায়েস। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, মার্কেটিং ইনচার্জ মোস্তাফা কামাল বুলবুল, মার্কেটিং অফিসার ফজলুর রহমান, শারমিন সুলতানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফরিদউদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানব সেবা একটি মহৎ পেশা। গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর মাধ্যমে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সেই মহৎ কাজটি করে চলেছে। সরকারী সেবার পাশাপাশি বেসরকারি হাসপাতাল গুলো যদি স্বাস্থ্য সেবায় গরীব মানুষের পাশে দাড়াতো তাহলে দারিদ্রতার কারণে মানুষ চিকিৎসার অভাবে পড়ে থাকতো না।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …