রাস্তা বন্ধ করে দলীয় সমাবেশ করায় সীমাহীন জনদুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার স্থানীয় দুটি প্রত্রিকায় সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির নামে খবর প্রকাশের জেরে প্রতিবাদ সভাটি জনদুর্ভোগে পরিণত হয়েছে। যার পরিধি ছিল সারা সাতক্ষীরা শহরব্যাপী।
রবিবার সকালে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে অনুষ্ঠিত সভাটির কারণে সাতক্ষীরার প্রতিটা রাস্তায় জ্যামের শহরে পরিনত হয়। সভাটি চলাকালীন সময়ে শহরের কদমতলা-বাঁকাল। অপরদিকে মিল বাজার-বড়বাজার। অন্যদিকে নারকেলতলা-পাকাপুল ও নিউ মার্কেট-দিঘীর পাড়। এছাড়াও সায়রের খালের দুধারের সড়কে হাজারেরও অধিক গাড়ি দুই থেকে আড়াই ঘন্টা জ্যামে আটকে ছিল। যার জন্য সারা শহরে জনদুর্ভোগের সৃষ্টি হয়। জ্যামে আটকে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা তাদের দুর্ভোগের কথা।

 


সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া-শার্শার মো. আবুল গাজী জানান, আমি অসুস্থ্য, চিকিৎসার জন্য আসছিলাম কিন্তু শেষ পর্যন্ত ফিরে যাচ্ছি জ্যামের কারণে।
সুমন-শিমা দম্পতির একমাত্র বাচ্চা অসুস্থ্য বলে চিকিৎসার জন্য শিশু হাসাপাতালে নিয়ে গিয়েছিল। চিকিৎসা শেষে ফেরার পথে তারা শহরের পলাশপোল এলাকায় এসে তারা প্রায় ২ ঘন্টা জ্যামে আটকে থাকে।
শহরের একটি বেসরকারি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সায়মা ফাহমিদা ও মা সোহানা সুলতানা বলেন, মেয়ের স্ক্লু শেষে তাকে নিয়ে আসতে যেয়ে আমি ৪৫ মিনিট এই জ্যামে আটকে আছি। ওদিকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়ে এসেছি, নাজানি কি হচ্ছে!
ট্রাক ড্রাইভার মো. নূর ইসলাম নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা-যশোর সড়কে আটকে থাকায় তিনি জানান, আমি ভোমরা স্থলবন্দর থেকে পাথর বুঝাই নিয়ে ঢাকায় যাচ্ছি কিন্তু আড়াই ঘন্টা যাবত এখানে আটকে আছি।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।