সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পূজামন্ডপ পরিদর্শন

ক্রাইমবার্তা রিপোটঃ     সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, সাতক্ষীরা জেলাব্যাপী উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপূজা বাঙালির সর্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে দুর্গাপূজার অনুষ্ঠানে সব ধর্মের মানুষ অংশ নেয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ব্রহ্মরাজপুর সার্বজনিন পূজাম-প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদেরও সজাগ থাকতে হবে। যারা ম-পে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে, তাদের নির্দিষ্ট পোষাক পরতে হবে। ইতোমধ্যে ম-প ম-পে গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে। আশা করছি অন্যান্য বছরের তুলনায় এ বছর কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গা উৎসব সম্পন্ন হবে।

ম-প পরিদর্শনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ব্রহ্মরাজপুর সর্বজনিন পূজাম-পের সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক নিলিপ কুমার মল্লিক প্রমুখ।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।