ক্রাইমবার্তা রিপোটঃ
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকার নিবন্ধন বাতিল চাই’ এই স্লোগানকে সামনে রেখে দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকার নিবন্ধন বাতিল চাওয়া হয়েছে। অাজ মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর ০১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নিকট দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকার নিবন্ধন বাতিল চেয়ে আবেদন জমা দেন তারা। পত্রে উল্লেখ করা হয় যে, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকা দু’টি সর্বদা সাতক্ষীরার সম্মানিত ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মিথ্যা, বানোয়াট, কারুচিপূর্ণ সংবাদ পরিবেশ করে শান্ত সাতক্ষীরাকে অশান্ত করার চেষ্টা করছে। দুটি পত্রিকার নিবন্ধন বাতিল চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি দেশব্যাপী জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযানকে আমরা স্বাগত জানাই, কিন্তু অহেতুক উদ্দেশ্য প্রনোদিতভাবে আমাদের সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র নাম জড়িয়ে তার ভাবমুর্তি নষ্ট করতে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা’র অপকর্মের দ্বায়ভার চাপিয়ে সংবাদ পরিবেশ করেছে। এহেন ঘটনায় সাতক্ষীরা জেলা ব্যাপী সাধারণ মানুষ ভীষণ ক্ষুদ্ধ ও ক্ষোভ প্রকাশ করেছে। তারই ফলশ্রুতিতে গত ২৯/০৯/২০১৯ ইং রবিবার সাতক্ষীরা নিউ মার্কেট চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে উক্ত দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকা দু’টির নিবন্ধন বাতিল চেয়ে সাতক্ষীরা জেলার সর্বস্তরের মানুষে দাবীর প্রতি একাত্মতা ঘোষণা করেন। পূর্বের ঘোষনা অনুযায়ী নিবন্ধন বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন জমা দিয়েছেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের পক্ষে সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, শেখ তহিদুর রহমান ডাবলু, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে এস.এম রেজাউল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিয়ুর রহমান (ময়ুর ডাক্তার), ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে ইনজামামুল হক ইনজা, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ, দলিত পরিষদের পক্ষে গৌর প্রমুখ। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।