ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা : সাতক্ষীরায় ঢাকাগামী পরিবহনের ধাক্কায় মিজান চৌধুরি নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের বাঁকাল স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এবং পুলিশ এমআর পরিবহনটি আটক করেছে।