ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ১লা অক্টোবর সকাল ১১টার দিকে মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিন ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। এসময় শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সূত্র জানাই, আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। ইতোমধ্যে জেলার অধীনে সকল প্রতিষ্ঠানে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভা ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা শেষ করে পৌরসভার অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে পত্রপাঠিয়েছে।
সাতক্ষীরা পৌর মেয়ার আলহাজ্ব তাসকিন আহম্মেদ চিশতি জানিয়েছে আজ থেকে পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ০৫ থেকে ১৬ বছর বয়সের সকল শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়েছে। চলবে সপ্তাহ ব্যাপি।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …