জমে উঠেছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা  :  জমে উঠেছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। মেলাটি প্রায় ৩৫০ বছর ধরে পালিত হয়ে আসছে। মেলায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে। নারী ও শিশুদের উপস্থিতি বেশি। মঙ্গলবার সকালে মেলা ঘুরে দেখা গেছে, মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে দোকান সাজিয়েছেন। গ্রামীন সংস্কৃতির নানা উপকরণে মেলার সৌন্দর্য ফুটে উঠেছে। মেলায় নাগরদোলা ও ডিজিটাল ইলেক্ট্রনিক নৌকায় শিশুদের বিনোদন সকলের নজর কাড়ছে। এছাড়া গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্রের পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

কথিত আছে যে, মেলাটি সনাতন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের সূত্র ধরে প্রতি বছর ভাদ্র মাসের শেষে পহেলা আশ্বিনে শুরু হয় আর দীর্ঘ একমাস ধরে মেলাটি চলে।

একটি নির্দিষ্ট ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্রীয় করে শুরু হলে ও গুড় পুকুরে মেলায় সব ধর্মের মানুষের উপস্থিতি দেখা যায়। এখানে  সাতক্ষীরাসহ আশেপাশের জেলা থেকে ও  গুড় পুকুরের মেলায় দর্শণার্থী  এবং ক্রেতারা আসেন। এরমধ্যে নারী শিশু দর্শণার্থীর সংখ্যা বেশি। মেলায় রকমারি সব জিনিসপত্রের সমাহার যা সহজে মানুষকে আকর্ষণ করে। এরমধ্যে শিশুদের খেলনাসহ মহিলাদের মনোহরি সামগ্রীর সমাহার চোখে পড়ার মতো।

তবে সাতক্ষীরা ঐতিহ্যবার্হী গুড় পুকুরের মেলায় এক সময়ে যে সুনাম ছিল। তা আজ অনেকটাই ম্লান হয়ে গেছে। কিছু দুষ্কৃতি মানুষের কারণে মেলার সে ঐতিহ্য আজ আর নেই বলে জানান দর্শণার্থীরা।

দর্শণার্থীরা বলেন, আমরা আমাদের প্রাণের সাতক্ষীরা এবং সাতক্ষীরার ঐতিহ্য গুড় পুকুরের মেলাকে অতীতের মতো প্রাণবন্ত করে তুলতে চাই, এবং সাতক্ষীরাকে সারা দেশের মানুষের কাছে তুলে ধরতে চাই। এজন্য সাতক্ষীরার সব ধরনের বিলীন হয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন করে প্রাণ দেওয়ার দাবি জেলাবাসির। এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা।



Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।