বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ, পেট্রাপোলে সহস্রাধিক ট্রাক আটকা

ক্রাইমবার্তা রিপোটঃ বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

ভারতের মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল থেকে দুদেশের আমদানি-রফতানি বন্ধ থাকে। এতে ওপারের পেট্রাপোল বন্দরে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক আটকা রয়েছে।

আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য ওঠানামাসহ পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। দুদেশের মধ্যে যাত্রী চলাচল করছে স্বাভাবিক নিয়মে।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আজ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহসিন খান পাঠান জানান, ভারতে সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।