প্রবেশের অপেক্ষায় ভোমরা বন্দরে ৭০ ট্রাক ভারতীয় পেঁয়াজ!

ক্রাইমবার্তা রিপোটঃ  ভারত রফতানি বন্ধ করলেও বাংলাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুস সামাদ আল আজাদ।

যুগ্ম-সচিব বুধবার বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের আমদানি বাজার ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

এ সময় তাকে জানানো হয় ভোমরা বন্দরে আমদানিকৃত পেঁয়াজ যা ছিল তার সিংহভাগ এরই মধ্যে খোলা বাজারে বিক্রি করা হয়েছে।

তাকে জানানো হয়, ভারত থেকে আরও ৭০ ট্রাকভর্তি পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এই পেঁয়াজ ঢুকলে বাজার অস্থিতিশীল ও সংকট সৃষ্টির কোনো সুযোগ নেই।

এ সব পেঁয়াজ বন্দরে আসামাত্র জেলার প্রয়োজন মিটিয়ে দ্রুত খোলা বাজারে বিক্রি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, কেউ পেঁয়াজ মজুদ রেখে দাম বৃদ্ধির পাঁয়তারা করলে তাকে আইনের আওতায় আনা হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও বন্দর ব্যবসায়ীরা

Check Also

আশাশুনি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।