হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: ফেলসিডিল বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৬ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা র্যাব-৬ ক্যাম্পের সদস্যরা । বৃহস্পতিবার বিকাল ৫টার সময় কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামীন ব্যাংকের সামনের রাস্তার হতে তাকে গ্রেপ্তার করে কালিগঞ্জ থানায় সোর্পাদ করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নাম অহেদুজ্জামান(২০) সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটী গ্রামের শহিদুল ইসলামের পুত্র। উক্ত ঘটনায় র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপ-পরিচালক রাজিউজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ থানায় মাদক আইনে ১টি মামলা দায়ের করছে। মামলা নং-৩। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপ-পরিচালক রাজিউজ্জমান জানান মাদক ব্যবসায়ী অহেদুজ্জামান র্দীঘদিন যাবত ভারত থেকে ফেনসিডিল এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৩৬ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। থানায় আটক মাদক ব্যবসায়ী অহিদুজ্জামান জানায় সে ইন্দ্রনগর গ্রামের একাধিক চোরা কারবারী মাদক মামলার আসামী সিদ্দিক হাওলাদারের পুত্র আলামিনের নিকট হইতে ফেলসিডিল ক্রয় করে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে জেলা হাজতে প্রেরণ করেছে পুলিশ।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …