তালায় জোরপূর্বক বসত বাড়ীর সম্পত্তি রাতের আধারে গাছপাল কর্তন করে ঘর নির্মান করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ॥ সাতক্ষীরার তালায় জোরপূর্বক বসত বাড়ীর সম্পত্তি রাতের আধারে গাছপাল কর্তন করে ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪অক্টোবর) রাতে তালা সদরের জেয়ালানলতা গ্রামে।
জেয়ালানলতা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে আব্দুল রাজ্জাক জানান,পৈত্রিক সূত্রে ৩৩ শতক জমি প্রাপ্য। ১৯৭৫ সাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি।একই এলাকার নুর আলী গাজীর ছেলে আসাদুল গাজী (৩০) তার মা মর্জিনা বেগম জৈনক অরুনা বিবির নামে ভুয়া ওয়ারেশ কায়েম তৈরি করে ৩৩ শতাংশ জমির মধ্য থেকে ১৬ শতাংশ জমি রেজিষ্ট্রি করে নেয়। শুক্রবার রাতে একদল দূর্র্বূত্তদের নিয়ে গাছ পালা কেটে সাবাড় করে বসত বাড়ী নির্মানের পায়তারা করে। এ সময় বাঁধা দেওয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে তাদের ও জীবন নাশের হুমকি প্রদান করে। এতে তাদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় আব্দুল রাজ্জাক ।
অভিযোগে আরো জানান, ২০১২ সালের সঠিক ওয়ারেশকায়েম পাওয়ার জন্য আব্দুল রাজ্জাক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান ২০১২ সালের ৩০ জুলাই স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিততে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলে উল্লেখ করেছেন অরুনা বিবি নামে তাদের কোন ওয়ারেশ ছিল না।
এবিষয়ে জাতপুর ক্যাম্প ইনচার্জ এসআই সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান,লিখিত অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পরিদর্শ করেছি এবং উভয়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছি। তাদের কাগজ-পত্রাদি নিয়ে তার ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।