ক্রাইমবার্তা রিপোটঃ নিজস্ব প্রতিনিধি: শুভ্রতার আবির ছড়িয়ে শারদ সন্ধ্যায় মহা সপ্তমীর শুভ লগ্নে উন্মোচন করা হয়েছে মন্দির দর্পণ। পুরাতন সাতক্ষীরা মন্দির প্রাঙ্গনে শনিবার রাত ৮টায় মন্দির দর্পণের ২৮ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, বিপিএম। সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মন্দির দর্পণ-২৮ এর সম্পাদক দেবাশীষ বসু। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইলতুৎমিশ, খুলনা জেলা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ, প্রফেসর সুকুমার দাশ, ধীরু ব্যানার্জীসহ প্রমুখ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান এসময় সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বাঙালির সম্প্রীতির অনন্য এদেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় তুলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …