দেবহাটার সখিপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

নিজস্ব প্রতিবেদক: দেবহাটার সখিপুর মোড়ে বিভিন্ন মিষ্টি ও চায়ের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।
শনিবার দুপুর ১টায় সখিপুর মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরিন।
অভিযানকালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দোকান পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ২টি প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।
এদের মধ্য সুন্দরবন হোটেল এন্ড রেস্টুরেন্টে এর সত্তাধীকারী রুহুল আমিনকে ৫ হাজার ও মা মনি সুইটমিট হোটেল এন্ড রেষ্টুরেন্টে সত্তাধীকারী আব্দুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া সখিপুর মোড়ে বাবু টি স্টোরে প্রকাশ্য জুয়া খোলানোর অপরাধে ১৮৬৭এর ৩ ধারায় টি স্টোরের মালিক বাবুকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।
অন্যদিকে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান পাট নির্মান করার অপরাধে ২টি ফলের দোকান ও ১টি ভাজার দোকান উচ্ছেদ করেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।