ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরার পৃথক দুটি উপজেলায় বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। সোমবার দুপুরে জেলার দেবহাটা ও শ্যামনগর উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মৃত আহাদ মোড়লের ছেলে আব্দুল মালেক মোড়ল (৫০) ও শ্যামনগর উপজেলার খুটিকাটা গ্রামের কামরুল ইসলাম গাজীর ছেলে টুটুল হোসেন তুহিন (২২)।
প্রত্যক্ষদার্শীরা জানান, দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মালেক মোড়ল দুপুরে তার বাড়ির পাশে নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট আওয়াজে বজ্রপাত ঘটে। এতে তিনি ঘটনা স্থলেই মারা যান। অপরদিকে, একই সময়ে শ্যামনগর উপজেলার খুটিকাটা গ্রামের মৎস্য ঘের কর্মচারী টুটুল হোসেন তুহিন উপজেলার চুনার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট আওয়াজে বজ্রপাত ঘটে। এতে তিনিও ঘটনা স্থলেই মারা যান।
এদিকে, জেলায় বজ্রপাতে দুই জন নিহতের ঘটনায় তাদের স্ব স্ব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হুদা এ দুটি ঘটনা নিশ্চিত করেছেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …