ক্রাইমবার্তা রিপোটঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে কয়েকশো শিক্ষার্থী নিয়ে বিক্ষোভ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। সোমবার দুপুরে ডাকসুর ভিপি নুরের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকশ শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেন।
ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন,ছাত্রলীগের কাছে কোন ছাত্র নিরাপদ নয়। এমনকি শৈরাচার সরকারকেও হটানোর দাবী তার।
এদিকে বুয়েক শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে সোমবার বুয়েট শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি মুত্তাকিম ফুয়াদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল।
চকবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন জানান, আবরারের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সোমবার ভোররাত ৩ টার দিকে বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শের-ই-বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদের (২১) লাশ উদ্ধার করে পুলিশ। সূত্র : ইউএনবি।