ক্রাইমবার্তা রিপোটঃনিজস্ব প্রতিনিধি: মাথায় বিরল শিং আকৃতির টিউমার রোগে আক্রান্ত ৮বছরের শিশু কলারোয়ার শরিফা খাতুনের টিকিৎসার বর্তমান অবস্থা, পরবর্তী চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সম্প্রতি দৈনিক পত্রদূতে শিশুটির শারীরিক অবস্থা ও পারিবারিক অসহায়ত্ব নিয়ে প্রকাশিত সচিত্র প্রতিবেদন নজরে আসায় ডিসি মোস্তফা কামাল অসহায় শিশুটির স্বজনদের খোঁজ নেন। সেই পরিপ্রেক্ষিতে রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে শিশু শরিফা ও তার পিতা-মাতা সাক্ষাত করতে গেলে ডিসি মোস্তফা কামাল শিশুটির প্রতি সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি শরিফার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদনপত্র তাৎক্ষণিক প্রেরণের ব্যবস্থা নেন। শিশু শরিফাকে সাথে নিয়ে তার পিতা আশরাফুল ইসলাম ও মাতা ফাহিমা খাতুনের সাথে আলাপচারিতার সময় তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক শফিকুর রহমান ও হোসেন আলী, সাংবাদিক আকরামুল ইসলাম প্রমুখ।
Check Also
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত
আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …