নিলাম

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কালিগঞ্জ শাখার ঋণ/বিনিয়োগ গ্রাহীতা জনাব মোঃ শওকাত আলী, পিতা- মোঃ লাল মাহমুদ গাজী, মাতা-আলেয়া বেগম, সাং-মোমরেজপুর, পোঃ + থানা-কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা, ব্যবসায়িক ঠিকানা- উত্তর কালিগঞ্জ, কালিগঞ্জ, সাতক্ষীরা নিম্ন তফসিলভূক্ত সম্পত্তি অত্র শাখায় বন্ধক প্রদান করা হয়। মুঞ্জরীপত্রের শর্ত মোতাবেক ঋণ/বিনিয়োগ পরিশোধিত না হওয়ায় ঋণ/বিনিয়োগ খেলাপীতে পরিণত হয়। বারবার তলব-তাগাদা দেওয়া স্বত্বেও ঋণগ্রহীতা/বিনিয়োগ গ্রহীতা ব্যাংকের পাওনা পরিশোধ করেন নাই। সাময়িক হিসাব অনুযায়ী ০৭/১০/২০১৯ ইং তারিখ পর্যন্ত ঋণগ্রহীতার/বিনিয়োগ গ্রহীতার নিকট পাওনার পরিমান মোট ১৭,০৬,৬১৩/-(সতেরো লক্ষ ছয় হাজার ছয়শত তের টাকা মাত্র)। উক্ত ঋণের/বিনিয়োগের জামানত স্বরূপ ব্যাংকের অনুকূলে বন্ধকীকৃত তফসিলভূক্ত সম্পত্তি বিক্রয়ের ক্ষমতা প্রদান করায় অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ১২ (৩) ধারা মোতাবেক উক্ত সম্পত্তি নিলামে বিক্রয় করা আবশ্যক হইয়া পড়িয়াছে। এই প্রেক্ষিতে ঋণ/ বিনিয়োগ সমন্বয়কল্পে (জমিসহ উহার উপর নির্মিত যাহাকিছু আছে ভিত্তিতে) বন্ধকীকৃত নিম্ন তফসিলভূক্ত সম্পত্তি আগামী ২৯/১০/২০১৯ ইং তারিখের মধ্যে নিলামে বিক্রয়ের জন্য নিম্নবর্ণিত শর্তাদিতে সীলমোহরকৃত দরপত্র আহবান করা যাইতেছে। উল্লেখ্য দরপত্র দাখিলের পূর্বেই নিলামে অংশগ্রহণকারী ইচ্ছুক ব্যক্তি/প্রতিষ্ঠান এতদসংক্রান্ত কোন তথ্য (যদি প্রয়োজন হয়) অবগত হইবার জন্য অফিস চলাকালীন সময়ে নিম্ন স্বাক্ষরকারীর সহিত যোগাযোগ করিতে পারিবেন।
তপশীল জমিঃ
জেলা-সাতক্ষীরা, উপজেলা ও সাব-রেজিষ্ট্রি অফিস-কালিগঞ্জ, মৌজা-নারাণপুর, জে.এল নং-৩২, সিএস খতিয়ান-৯০৬, ৩৮৫, ৬৯৭,এস এ খতিয়ান নং- ৯৮২, ৪৩২, ৭৮৫, ডিপি খতিয়ান নং-১৫৯৬, ১৪৬৮, ১১৩৯, মিউটেশন খতিয়ান নং-১৩৮৮, সিএস দাগ/ এস. এস দাগ নং-১১৯৪, ১২০৪, ১২০৬, ডিপি দাগ নং-১৭৬৫, ১৭৭৪, ১৭৭৬, ১৭৭৯, জমির পরিমাণ-৪৪.৫০ (চুয়াল্লিশ দশমিক পঞ্চাশ) শতক যাহার উপর বিল্ডিং নির্মিত রহিয়াছে । উক্ত সম্পত্তির চৌহদ্দী-উত্তরে -মোঃ হাসেম আলী, দক্ষিণে-মোঃ হাসেম আলী,পূর্বে-মোঃ আব্দুল জলিল, পশ্চিমে-মোঃ হাসেম আলী ।
দরপত্রের শর্তাবলীঃ
১. আগামী ২৯/১০/২০১৯ ইং তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কালিগঞ্জ শাখায় রক্ষিত বাক্সে দরপত্র জমা দিতে হইবে এবং ঐ দিনই দরপত্র দাতাগনের সামনে খোলা হইবে।
২. জামানতের পরিমান দরপত্রে উল্লেখিত মূল্যের ১৫% এর সমপরিমান টাকা জামানত স্বরূপ পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কালিগঞ্জ শাখার অনুকুলে দরপত্রের সাথে জমা দিতে হইবে।
৩. দাখিলকৃত দরপত্র সীলমোহরকৃত খামে এবং তার উপর স্পষ্ট অক্ষরে ’’সস্পত্তি ক্রয় দরপত্র প্রস্তাব” উল্লেখ করিতে হইবে।
৪. দরপত্র গৃহীত হইবার ৬০ দিনের মধ্যে সমুদয় মূল্য পরিশোধ করিতে হইবে। ব্যর্থতায় ব্যাংক কর্তৃপক্ষ জামানতের টাকা বাজেয়াপ্ত করিতে পারিবেন।
৫. গৃহীত দরপত্র ব্যতীত অন্যান্য সকল দরপত্র দাতার জামানত ফেরত দেয়া হইবে।
৬. দরপত্রে প্রদত্ত সস্পত্তির মূল্য অস্বাভাবিক কম বা অন্য কোন কারণে গ্রহণযোগ্য না হইলে ব্যাংক কর্তৃপক্ষ তাহা গ্রহণে বাধ্য থাকিবে না।
৭. ব্যাংক কর্তৃপক্ষ যে কোন কারণ ব্যতীত দরপত্র গ্রহণ ও বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
৮. সকল দরদাতাগণকে অর্থঋণ আদালত আইন-২০০৩ মোতাবেক নিলামকৃত সম্পত্তির দখল প্রদান বা বুঝাইয়া দেওয়া হইবে।
৯. দরপত্র সম্পত্তির প্রস্তাবকৃত মূল্য অস্বাভাবিকভাবে অপর্যাপ্ত বা অপ্রতুল প্রতীয়মান হইলে শাখার নিলাম কমিটি/ প্রধান কার্যালয় তাহা বাতিল করিতে পারিবেন।
১০. অকৃতকার্য দরদাতাদের জামানতের টাকা যথাসময়ে ও যথানিয়মে ফেরত দেওয়া হইবে।

(মোঃ মজিবুর রহমান)
শাখা প্রধান

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।