বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ: আবু আহমেদ

বাংলাদেশ সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসভুমি। এখানে যার যার ধর্ম তার মতো করে পালন করে থাকে। আমাদের সংবিধান সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপনই প্রমাণ করে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। সকলে মিলে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। সারা বিশ্ব বাংলাদেশকে ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ আবাসভূমি হিসেবে জানে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। সোমবার শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সদর উপজেলার গোবিন্দপুর দাশ পাড়া পূজা মন্দির পরিদর্শনকালে অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আ.লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এসব কথা বলেন। গোবিন্দপুর দাশ পাড়া পূজা মন্ডপের সভাপতি ভৈরব দাশের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মিজান চৌধুরী, সাবেক ছাত্র নেতা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন ও যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হক, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংবাদিক ইব্রাহীম খলীল ও হাসানুর রহমান। উপস্থিত ছিলেন সুবল দাশ, হজরত আলী, কামরুল ইসলাম, জাকির গাজী। পরে অধ্যক্ষ আবু আহমেদ ব্রক্ষ্মরাজপুর সর্বজনীন পূজামন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক নিলিপ কুমার মল্লিক, তনুক সাহা, পুরোহীত দিলিপ কুমার প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে সকলেন প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।