আবরার হত্যা মামলার আসামি শামিম বিল্লাহ সাতক্ষীরার শ্যামনগর থেকে গ্রেফতার

অনলাইন ডেস্ক: বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ১৪নং আসামি শামিম বিল্লাহকে সাতক্ষীরার শ্যামনগর থেকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল।
শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামিম বিল্লাহ ওই গ্রামের আমিনুর রহমান বাবলুর ছেলে ও বুয়েটের নেভাল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের ২য় বর্ষের ছাত্র। বুধবার রাতে শামিম বিল্লাহ ঢাকা থেকে বাড়িতে আসে।
শ্যামনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে নিয়ে গেছে। তারাই বিস্তারিত বলতে পারবে।

Check Also

আশাশুনির নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ চরম দুর্ভোগে

সাতক্ষীরার আশাশুনির বিছট গ্রামের বেড়িবাঁধ ভাঙ্গন পরর্বতী দূর্গত এলাকার জনগণের ভাগ্য উন্নয়নে করণীয় বিষয়ে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।