অনলাইন ডেস্ক: বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ১৪নং আসামি শামিম বিল্লাহকে সাতক্ষীরার শ্যামনগর থেকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল।
শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামিম বিল্লাহ ওই গ্রামের আমিনুর রহমান বাবলুর ছেলে ও বুয়েটের নেভাল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের ২য় বর্ষের ছাত্র। বুধবার রাতে শামিম বিল্লাহ ঢাকা থেকে বাড়িতে আসে।
শ্যামনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে নিয়ে গেছে। তারাই বিস্তারিত বলতে পারবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …