জেলার ঐতিহ্য দেশের সর্বত্র ছড়িয়ে দিয়ে নতুন খেলোয়াড় তৈরি করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলার সুযোগ সৃষ্টি করতে হবে। যাতে তারা মানসিক ও শারিরীকভাবে বিকশিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারে। এজন্য জেলার রেফারিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জেলার রেফারিদের ভূয়শী প্রশংসা করে পুলিশ সুপার একটি সুন্দর সাতক্ষীরা গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা রেফারিজ এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত প্রলিশ সুপার (প্রশাসন) ইলতুৎমিশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ ক্রীড়াঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জেলার ৮০জন রেফারি অংশগ্রহণ করেন। এসময় বক্তারা ক্রীড়াঙ্গনে জেলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …