যুব সমাজকে খেলার মাঠে আসতে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের আহ্বান

ক্রাইমবার্তা রিপোটঃ পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে যুব সমাজকে খেলার মাঠে আসার আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা রেফারিজ এসোসিয়েশনের রেফারি রিফ্রেসার্স কোর্স-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। পুলিশ সুপার বলেন, কোনো অপরাধীর ঠিকানা, সাতক্ষীরায় হবে না। সাতক্ষীরাকে শান্তির জেলায় পরিণত করতে পুলিশের পাশাপাশি সকল স্তরের মানুষকে সহযোগিতা করতে হবে। যুব সমাজকে খেলাধূলায় আগ্রহী করতে হবে। খেলার মাঠে এনে যুব সমাজকে দেশের মানব সম্পদে পরিণত করতে হবে।

জেলার ঐতিহ্য দেশের সর্বত্র ছড়িয়ে দিয়ে নতুন খেলোয়াড় তৈরি করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলার সুযোগ সৃষ্টি করতে হবে। যাতে তারা মানসিক ও শারিরীকভাবে বিকশিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারে। এজন্য জেলার রেফারিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জেলার রেফারিদের ভূয়শী প্রশংসা করে পুলিশ সুপার একটি সুন্দর সাতক্ষীরা গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা রেফারিজ এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত প্রলিশ সুপার (প্রশাসন) ইলতুৎমিশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ ক্রীড়াঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জেলার ৮০জন রেফারি অংশগ্রহণ করেন। এসময় বক্তারা ক্রীড়াঙ্গনে জেলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।