সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশের অভিযানে বুড়িগোয়ালিনী ও গাবুরা এলাকার নদী থেকে অবৈধ ৭০ হাজার টাকার নেট জাল আটক করে আগুনে পুড়িয়ে ধবংস করেছে।
নেী থানা পুলিশ সুত্রে প্রকাশ শুক্রবার সকালে অভিযান করা কালিন সময়ে নৌ থানার এএসআই আব্দুল গফুর সঙ্গীয় ফোর্সসহ পাশের্^মারী এলাকার খোলপেটুয়া নদী হতে ১০ হাজার বর্গ মিটার অবৈধ নেট জাল যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। আরও জানা যায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে অবৈধ নেট জাল গুলি থানায় এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।
Check Also
আশাশুনির তুয়ারডাঙ্গা বাজারে জামায়াতের অফিস উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার(৮ জানুয়ারি) …