ক্রাইমবার্তা রিপোটঃ (তালা, সাতক্ষীরা প্রতিনিধি): “নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পাদের ঝুকি হ্রাস করি” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসন ও ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ নেজিলিয়েন্স টু রিডিউস রিস্কস (আর-৩) প্রজেক্ট আয়োজনে রবিবার (১৩ অক্টোবর) সকালে উপশহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালি শেষে তালা উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ব্যাপ্টিষ্ট এইডের ম্যানেজার ফ্রান্সিস মিঠুন সরকার,ভলান্টিয়ার সুজুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।