নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহমেদ, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ।
সভায় আগামী সপ্তাহ থেকে সড়ক ও জনপদের তালিকা অনুযায়ী সাতক্ষীরার বিভিন্ন সড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রাণসায়ের’র দু’ধারে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আগামী ২০ অক্টোবর পর্যন্ত গুড় পুকুরের মেলা চলবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় অগ্রগতি ও পর্যালোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আবুল গণি, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অরবিন্দ বিশ^াস, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, ইসলামীক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মো. রফিকুল ইসলাম, জেলার আবু জাহেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, এ.কে.এম আনিছুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশীস সরদার, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক প্রমুখ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …