সোমবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ২৮ মিনিটে সাবিনা ১ টি গোল করে সাতক্ষীরাকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ঝিনাইদহ একটি গোল করলেও সাতক্ষীরা দলের সাবিনা, মৌসুমী,মাসুরা,ফারজানা ও লিপি একটি করে গোল দেন।
চূড়ান্ত খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাতক্ষীরা দলের সাবিনা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মুহিদ উদ্দিন। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …