কালিগঞ্জ থেকে দুইজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে দুইজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার গভীর রাতে সাতক্ষীরা কালিগঞ্জ ও অভয়নগর থেকে তাদেরকে আটক করাহয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা কালিগঞ্জের পায়কাড়া গ্রামের মহর আলী সানার ছেলে মোঃ জহুর আলী সানাকে তারালী বাজার থেকে ও অভায়নগর ভাঙ্গাগেট এলাকার মোঃ জোহা মুনশির ছেলে জাহিদ হাসানকে অভয়নগর থেকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম জানান আটক জহুর আলী সানা বহুদিন ধরে কালীগঞ্জ এলাকার সহজ-সরল সাধারণ মানুষের কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা আত্মসাত করেছে। এছাড়া বহু অপরাধ মূলক কর্মকান্ডে সম্পৃক্ততা রয়েছে জহুর আলীর। এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার গভীর রাতে এস আই বিশ্বজিৎ সরকার, এএসআই জসীমউদ্দীন ও ফজলুল করিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জহুর আলী ও জাহিদ হাসান নামের দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।