ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: : সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালের দখল নিয়ে মালিকদের দু’গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে মালিক সমিতির কার্যালয় সাতক্ষীরা জেলা প্রশাসন নিয়ন্ত্রন নিয়েছেন।
মঙ্গলবার সাড়ে ১০টার দিকে মালিক সমিতি থেকে সর্বশেষ নির্বাচিত সভাপতি গ্রুপের সদস্যরা অধ্যাপক আবু আহমেদের নেতৃত্বে টার্মিনালে গেলে স্থানীয় একজনপ্রতিনিধির মনোনীত মালিক সমিতির সভাপতি ছাইফুল করিম সাবু ও তার সদস্যদের সাথে সংঘর্ষের সুত্রপাত হয়। এসময় উভয়পক্ষের ৫ জন আহত হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশের নেতৃত্বে, সদর সার্কেলের অ্যাডিশনাল পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ টার্মিনালে অবস্থান নিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি সজল মোল্যাসহ ম্যাজিস্ট্রেটগন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচন না হওয়া পর্যন্ত মালিক সমিতির অফিস সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচনের পর বিজয়ী প্রার্থীদের কাছে সমিতির কার্যালয় হস্তান্তর করা হবে। সে নির্দেশ অনুযায়ী কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …