খাদ্য অধিকার আইনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

ক্রাইমবার্তা রিপোটঃ বিশ্ব খাদ্য অধিকার দিবস-২০১৯ উপলক্ষে খাদ্য অধিকার বাংলাদেশ, সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে দিবসটি উদযাপনে জমায়েত, মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটি আয়োজিত এসব অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে সকাল ১০টায় শহরের নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন শেষে গণজমায়েত অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও গণজমায়েতে খাদ্য অধিকার বাংলাদেশ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় ও সভাপতি মরিয়ম মান্নানের সভাপিতিত্বে বক্তব্য রাখেন, ফরিদা আক্তার বিউটি, শ্যামল বিশ^াস, এম কামরুজ্জামান, আবুল ফজল মো: আব্দুল আহাদ, এড: আবুল কালাম আজাদ, খুরশিদ জাহান শীলা প্রমুখ। র‌্যালী ও জমায়েত শেষে জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

‘ক্ষুধামুক্ত বাংলদেশ বিনির্মাণে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই’Ñ শ্লোগানকে ধারণ করে বিশ্ব খাদ্য অধিকার দিবস-২০১৯ অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় সংসদে খাদ্য অধিকার আইন পাস করতে হবে। সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা গেলে তবেই ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। আর ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারলে বিশ্বের কাছে বাংলাদেশ সম্মানের সাথে মাথা উচু করে দাঁড়াতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি


Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।