ক্রাইমবার্তা রিপোটঃ সব হারিয়ে বিএনপি এখন অভিযোগের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলন করতে পারেনি। নির্বাচনে জিততে পারেনি। সংগঠনও শক্তিশালী করতে পারেনি। তার ওপর শীর্ষ দুই নেতার দু’জনই দুর্নীতির দায়ে দণ্ডিত। এখন কথায় কথায় অভিযোগ করাই তাদের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে।’
শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানীতে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। কিন্তু দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দায়িত্বজ্ঞানহীন সব কর্মকাণ্ডই করছে তারা। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়েছে, এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনও একটা ইস্যু পেলেই তারা এর মধ্যে রাজনীতি খুঁজে পায়।’
যুবলীগ সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘গণভবনে মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না সেটা প্রধানমন্ত্রীর বিষয়।। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুবলীগকে গণভবনে ডেকেছেন। সেখান থেকে যাদের বলা হয়েছে তারাই মিটিংয়ে যাবেন। রবিবারের মিটিংয়ে কারা যুবলীগ করতে পারবেন, কত বয়স পর্যন্ত যুবলীগ করতে পারবেন— এসব-সহ যুবলীগের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানবসভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনও নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। কিন্তু বাংলাদেশে সব রাজনৈতিক হত্যাকাণ্ড ও কারবালার নৃশংস হত্যাকাণ্ডে নারী-শিশুকে টার্গেট করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু রাসেলকেও হত্যা করা হয়।’
শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।