শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ এনে স্থানীয় জনগণ মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছে। শনিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে সহ¯্রাধিক নারী পুরুষ মানববন্ধন কর্মসুচীদের অংশগ্রহণ করে। এ সময় অনুষ্ঠিত সমাবেশে কৈখালী গ্রামের ফজলু হক বলেন, চেয়ারম্যান আব্দুর রহিম গরিব ও অসহায়দের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল ক্রয়ের কার্ড বিলি বন্টনে মাথাপিছু ১ হাজার থেকে দেড় হাজার টাকা উৎকোচ গ্রহণ করেছেন। তাছাড়া অনেকের বরাদ্দকৃত কার্ড বাতিল করে নিজের পছন্দ মত বিত্তশালীদের মাঝে বন্টন এবং ইউনিয়নের নির্ধারিত ডিলারদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করেছেন। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম রেজাউল করিম বলেন, ইউনিয়নের রাস্তা নির্মাণে ঠিকাদারদের সাথে যোগসাজেস করে চেয়ারম্যান আব্দুর রহিম লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
এদিকে চেয়ারম্যান আব্দুর রহিম তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার কওে দৈনিক পত্রদূতকে বলেন, সমাজে ও আইনের কাছে হেয় ও হয়রানি করার জন্য সাবেক চেয়ারম্যান রেজাউল করিম জনগণকে উস্কে দিয়ে এধরনের কর্মকান্ড করেছেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …