ক্রাইমবার্তা রিপোটঃ ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’ এর অংশ হিসেবে সাতক্ষীরায় যুবলীগের অফিস গুড়িয়ে দেয়া হয়েছে। আজ দুপুরের সাতক্ষীরা বড় বাজার সংলগ্ন সড়কে পৌর ৮নং ওর্য়াড যুবলীগের অফিস সহ শতাধীক অবৈধ স্থপনা উচ্ছেদ করেন জেলা প্রশাসন। এছাড়া ৭নং ওর্য়াড আওয়ামীলীগ অফিস নিজ উদ্যোগে সরিয়ে ফেলার পর বিকার সাড়ে ৪টার দিকে ।
জেলা প্রশাসন ও পৌরসভার উদ্দ্যোগে আজ রবিবার শহরের তুফান কোম্পানি মোড় এলাকা থেকে প্রধান সড়কের দুই ধারসহ পাশ্ববর্তি বাড়ির অতিরিক্ত অংশ উচ্ছেদ করা হয়। অভিজানের নের্তৃত্বদেন নির্বাহি ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ও শহিদুর ইসলাম।
সাতক্ষীরাকে একটি স্থায়ী বসবাস যোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলে এক হয়ে কাজ করতে হবে। তারই অংশ হিসেবে ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা নামে যে সামাজিক আন্দোলনের সূচনা হয়েছে। এই আন্দলনের মধ্যদিয়ে অপরিচ্ছন্নতা দুর করে সাতক্ষীরাকে একটি সুন্দর মডেল নগরিতে পরিনত করা সম্ভব হবে বলে মনে করেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।