ছাত্রদল আজও মধুর ক্যান্টিনে

ক্রাইমবার্তা রিপোটঃ   আজ ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকাল ১০টার পর মধুর ক্যান্টিনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের জন্য নির্ধারিত চেয়ার ও টেবিলে বসেন তারা। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত আছেন।

তবে কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এখনো মধুর ক্যান্টিনে যাননি। সাবেক কমিটির বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্বিবিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত আছেন।

কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, সকাল থেকেই তারা মধুর ক্যান্টিনে আছেন। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এখনো আসেননি, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন।

উল্লেখ্য, রোববার দুপুরে মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন।

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।