ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত সড়কের দু’ধারে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনের মত পরিচালিত হচ্ছে। আজ সকাল ১১টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যার নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগ এই অভিযান পারিচালনা করছেন।
সাতক্ষীরা শহরের ইচাগাছা বাঙালের মোড় হতে দ্বিতীয় দিনে কালিগঞ্জ অভিমুখে রাস্তার দু’পাশে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানসহ বহু অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
এর আগে প্রথম দিনের অভিযানে শহেেরর নিউ মার্কেট এলাকার ফল ব্যবসায়ী পলাশপোলের আব্দুস ছাত্তারকে পাঁচ দিনের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া আমিনুর রহমান নামে অন্য এক ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং আজাহার ইসলাম নামের অপর একজনকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, অবৈধ দখল ও স্থাপনার কারণে সড়ক সংকুচিত হওয়ায় দূর্ঘটনা বাড়ছে। ফলে জনস্বার্থে সড়ক, জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। যা জনস্বাসের্থ ‘ক্লিন সাতক্ষীরা-গ্রিন সাতক্ষীরা’ কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …