জেলা পুলিশের গুজব বিরোধী মতবিনিময় সভা: গুজব ছড়াবেন না গুজবে কান দিবেন না

ক্রাইমবার্তা রিপোটঃ  ভোলার বোরহানউদ্দীনের ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের আয়োজনে ইমাম ও আলেম ওলামাগনের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এর সভাপতিত্বে এ গুজব বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গুজব বিরোধী মতবিনিময় সভায় প্রজেক্টরের মাধ্যমে ফেজবুকে কিভাবে ফেক আইডি দিয়ে গুজব ছড়ায়, কি উদ্যেশ্যে ছড়ায় এবং তার পরিনাম শেষ পর্যন্ত কি হয়, এসব বিষয়গুলো মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের সামনে উপস্থাপন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সবাইকে উদ্দেশ্য করে বলেন ফেসবুকে গুজব ছড়াবেন না, ফেসবুকের গুজবে কান দিবেন না।

সাতক্ষীরা সদর সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন এর সঞ্চালনায় গুজব বিরোধী মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, ডিএসবির পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরীসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন মজজিদের ঈমাম ও আলেম ওয়ালামায়েগণ উপস্থিত ছিলেন।

Check Also

অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে: আসিফ

ছাত্র-জনতার অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চাইবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে বলে ঘোষণা দিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।