ক্রাইমবার্তারিপোর্টঃ সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়মী লীগ নেতা এস.এম মনিরুল ইসলামের পুত্র রিয়ানকে (২২) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা থেকে ৬ পিস ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে।
আটক রিয়ান ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম মনিরুল ইসলামের পুত্র। সে যশোর এম.এম কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এস.আই ফারুক হোসেন বয়ারডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ সরদারের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে ৬পিস ইয়াবসহ মাদকসেবী ও ব্যবসায়ী রিয়ানকে আটক করে। সে সময়ে তার সাথে থাকা উপজেলার রাজপুর গ্রামের মাহাফুজ সরদারের পুত্র আলামিন নামের আরো একজন পালিয়ে যায় । এ ঘটনায় কলারোয়া থানায় মামলা একটি মামলা হয়েছে (যার নং-২৬)।
কলারোয়া থানার ওসি তদন্ত রাজিব হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রিয়ানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …