শ্যামনগর (সদর) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) ও ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে ও আঘাতকারীদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তির আইন পাশের দাবীতে ২২ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪ টায় ৫ সহস্রাধিক কর্মী সমর্থকের অংশগ্রহনে উপজেলা কোর্ট মসজিদ সম্মুখ থেকে বিশাল মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের চৌরাস্থা মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মাও. আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারী এড. আবুজার গিফারী, শ্রমিক আন্দোলন সভাপতি মাসুদ রানা, ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি মাওসুফ সিদ্দিকী, মুজাহিদ কমিটির সেক্রেটারী হাফেজ মাওলানা মোখলেছুর রহমান, থানা মসজিদের ইমাম মাও. জোবায়ের হোসেন ও ছাত্র আন্দোলন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ বোরহান উদ্দীন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) সম্পর্কে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদ করেন এবং আঘাতকারীদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তির আইন পাশের দাবি জানান।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …