নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস’র নব-গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটিকে স্বাগত জানিয়ে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় শহরের পাওয়ার হাউজ গেট এলাকায় সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস’র নব-গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি উপহার দেওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন,‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস’র নব-গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃত্বে সুষ্ঠ ধারার রাজনীতির মধ্য দিয়ে নতুন কমিটি উপহার দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আরো সুসংগঠিত করবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে।’ র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহবায়ক মো. মনোয়ার হোসেন অনু, ইউছুফ সুলতান মিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক মো. ইনজামামুল হক ইনজা, জাহিদ হাসান, সদস্য সোহাগ হোসেন, আজহারুল ইসলাম, আব্দুল খালেক, খোরশেদ আলম রিপন, আব্দুর রশিদ, আবুল কাশেম, মহিবুল্লাহ সরদার, আবতাবুজ্জামান লাল্টু, জুলফিকার আলী, লিটন প্রমুখ। পরে পাওয়ার হাউজ গেট হতে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …