বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি

ক্রাইমবার্তারিপোর্টঃ  বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোটারি ও রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকালে র‌্যালিটি সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিশ্ব পোলিও দিবসের কার্যক্রমের দিক নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, বিশ্ব পোলিও দিবস কমিটির চেয়ারম্যান রোটা: পিঁপিঁ সৈয়দ হাসান মাহমুদ পিএইচএফ।

র‌্যালির উদ্বোধন ঘোষণা করে সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন। রোটারি ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোটা: মীর মোশাররফ হোসেন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাসিঃ গর্ভনর রোটা: পিপি মাহমুদুল হক সাগর, রোটা: পিপি অধ্যক্ষ ভুধর সরকার, রোটা: পিপি ইনছান বাহার বুলবুল, রোটা: পিপি ডা: সুশান্ত কুমার ঘোষ, রোটা: আইপিপি হাসিবুর রহমান রনি, ক্লাব সেক্রেটারি ফারহা দীবা খান সাথী, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটা: আক্তারুজ্জামান কাজল, রোটা: মাহফুজা রুবি, রোটা: আনিসুর রহমান, রোটা: রোটা: নাসিমা খাতুন, রোটা: শফিকুল ইসলাম, রোটা: মিজানুর রহমান, রোটা: চন্দ্রা, রোটা: ওলিউর রহমান, রোটা: মিজানুর রহমান, রোটা: মশিউর রহমান, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রো: আব্দুল্লাহ আল মামুনসহ ক্লাব সদস্যবৃন্দ।

লিখিত বক্তব্য বলা হয়, প্রতি বছর এক মিলিয়ন এর অধিক রোটারী সদস্য অর্থ ও শ্রমঘন্টা ব্যায় করে পোলিও নিমূলে অংশগ্রহন করছে। শতশত সদস্য প্রতি বছর স্বাস্থ্যকর্মীদের সাথে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পোলিও আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের পোলিও ভ্যাকসিন প্রদান করে। বিভিন্ন এলাকার দারিদ্র পীড়িত মানুষের জন্য জনসচেতনতামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লিখিত বক্তব্য আরও বলা হয় রোটারীর সহযোগী সংস্থার মাধ্যমে ৯৯.৯ শতকারা পোলিও নিমূল করতে পেরেছি। শুধুমাত্র দুইটি দেশ আফগানিস্তান ও পাকিস্তান এখনও পোলিও মুক্ত হতে পারেনি।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।