ক্রাইমবার্তারিপোর্টঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বলেছেন, শেখ হাসিনার সরকার স্বাস্থ্যবান্ধব সরকার, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। শেখ হাসিনার বিকল্প বাংলার মাটিতে আর কেউ নেই। বুধবার বেলা ১১টায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে উপজেলার পূর্ব মৌতলা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি এসএম জগলুল হায়দার আরও বলেন, সন্তান জন্ম দিবেন পিতা মাতা, আর খরচ যোগাচ্ছেন শেখ হাসিনার সরকার। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এলাকার মানুষ মা বোন কমিউনিটি ক্লিনিকে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ নিতে পারবেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।
উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর আব্দুস সোবাহানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মশিউর রহমান, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান, সাবেক ফুটবল খেলোয়াড় সাবের হোসেন, মানবাধিকার কর্মী লাভলু, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা প্রশান্ত সরকার, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপাপ্ত খান শাহিন, নবযাত্রার মৌতলা ইউনিয়ন ওয়াশ অর্গানাইজার রুমানা হক প্রমুখ। অনুষ্ঠান থেকে এসএম জগলুল হায়দার এমপি কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর শেখ পাড়া কমিউনিটি ক্লিনিক ও ধলবাড়িয়া ইউনিয়নের মিনাজকাটী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন ঘোষণা করেন।