ক্রাইমর্বাতা রিপোর্ট: তালা: তালায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার গভীর রাতে খলিলনগর বাজারের একটি দোকান এ অগ্নিকান্ড ঘটে।
দোকান মালিক রিজাউল বলেন, ‘রাতের বাজারে বেচাকেনা করে নগদ ৩৫ হাজার টাকা রেখে বাজার শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে রাত দেড়টার দিকে জানতে পারি যে, আমার দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি দোকানের নগদ টাকা, ২টি ফ্রিজসহ সকল মালামাল পুড়ে চাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। ’
তালার খলিলনগর পুলিশ ফাড়ির ইনচার্জ সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. শহীদ জানান, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায় এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভায়। ততক্ষণে দোকানের সব পুড়ে গেছে। দোকানের ভিতর থেকে শটসার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …