ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা :সাতক্ষীরা পাসপোর্ট অফিসে টাকার বিনিময়ে পাসপোর্ট করিয়ে দেওয়ার অভিযোগে শেখ তারিকুল আলম নামের এক দালালকে ৫ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার মৃত শেখ বারাসাত আলীর ছেলে। দুপুরে জেলা প্রশাসনের অভিযানে তাকে হাতে-নাতে আটক করে সাঁজা দেয়া হয়। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সজল মোল্যা অভিযানে নেতৃত্ব দেন এবং দালাল তারিকুল আলমকে সাঁজা দেন।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সজল মোল্যা জানান, পাসপোর্ট অফিসে দালালদের চক্র অত্যন্ত শক্তিশালী। প্রায়ই অভিযোগ আসে, দালালদের মাধ্যম ছাড়া পাসপোর্ট করা যায়না। ভুক্তভোগীদের এমন অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এসময় তারিকুলের কাছে ভুক্তভোগীদের পাসপোর্ট করার জন্য কাগজপত্র পাওয়া যায়। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে সে দালালীর কথা স্বীকার করে। এসময় উক্ত অফিসের একাধিক কর্মচারি এসব দালালদের সাথে যোগাযোগ রেখে বছরের পর বছর মোটা অংকের অর্থ হাতিয়ে চলেছে। ভ্রাম্যমান আদালত বসিয়ে সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে তাকে ৫ মাসের কারাদন্ড দেয়া হয়।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …