উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় বিভিন্নস্থানে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ক্রাইমর্বাতা রিপোর্ট:‘পুলিশের সঙ্গে কাজ করি- জঙ্গি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানে উৎসবমুখর পরিবেশে বিভিন্নস্থানে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে স্থানীয় পুলিশিং ফোরামের সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে।

সাতক্ষীরা : “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে র‌্যালী, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকালে শহরের খুলনা রোড মোড় থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। সেখানে কেককাটার মধ্য দিয়ে শুরু হয় আলোচনাসভা। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমবার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক হোসাইন শওকাত, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফেরাম নিরলসভাবে কাজ করে মানুষকে নিরাপত্তা, আইনি সহায়তা ও সেবা দিয়ে সমাজে বিশেষ অবদান রাখছেন।

তালা: শনিবার সকালে তালা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে র‌্যালি শেষে থানা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা থানার শিক্ষানবীস পুলিশ সার্কেল আফসান, তালা থানার ওসি তদন্ত শেখ সেকেন্দার আলী প্রমুখ। এসময় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলারোয়া: শনিবার বেলা ১১টার দিকে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া থানা আয়োজিত ওই অনুষ্ঠানে পুলিশের পাশাপাশি অন্যরাও অংশ নেন। অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. রাজিব হোসেনের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং এর উপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ওসি শেখ মুনীর-উল-গীয়াস। সামগ্রিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, শিক্ষার্থীসহ থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, অধ্যাপক ইউনুচ আলী খান, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সমরেশ ঘোষ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশাশুনি: আশাশুনিতে কমিউনিটি পুলিশিং ডে’র প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি, আলোচনা সভা ও কেক কেটে পালন করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি থানা পুলিশিং ফোরামের আয়োজনে থানা চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। থানা অফিসার ইনচার্জ আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ওসি (তদন্ত) ইমারত হোসেন, আশাশুনি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আল. রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আল. শাহনেওয়াজ ডালিম, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, দীপঙ্কর সরকার দীপ, আব্দুল আলিম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল-ফারুক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, সহকারী প্রধান শিক্ষক তরুন কুমার সানাসহ থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার জনগণ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
পাটকেলঘাটা: পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ আব্দুস সামাদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, কুমিরা ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পাটকেলঘাটা থানার পুলিশিং কমিউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মফিদুল ইসলাম, শিক্ষক হোসনে আরা খানম। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, কুমার ইন্দ্রজিত সাধুসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন পাটকেলঘাটা থানা পুলিশের এসআই শাহাদাৎ হোসেন।
শ্যামনগর: শনিবার সকালে শ্যামনগর উপজেলায় দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা সদরের জেসি কপপ্লেক্স চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, ওসি (তদন্ত) আনিচুর রহমান মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সরদার আফজালুল হক প্রমুখ।
দেবহাটা: শনিবার সকালে দেবহাটা থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে দিবসটি উপলক্ষে থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে স্থানীয় সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে ফিরে এসে দেবহাটা থানার হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়্রাম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, দেবহাটা থানার এসআই হেকমত আলী, এসআই মো. হানিফ, এসআই শ্যামাপ্রসাদ, এসআই প্রবীর দাশ, এএসআই দরবেশ আলী, এএসআই আব্দুল জব্বার, এএসআই আবু হামিদ, এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল, এএসআই সুজিত বিশ্বাস, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই ফেরদৌস, এএসআই শরীয়ত উল্লাহসহ দেবহাটা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া: শনিবার সকালে ডুমুরিয়া কলেজ প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‌্যালি স্বাধীনতা চত্ত্বরে জনসমাবেশে মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশিং ফোরাম আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল¬াহ (বিপিএম)। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দীন (বিপিএম বার)। বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান (বিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা মকবুল হোসেন মিন্টু, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ বেগম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ইউপি চেয়ারম্যান খান সাকুর উদ্দিন, স্বাগত বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। আলোচনা সভায় অতিথিবৃন্দ দেশকে মাদক-জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত করতে পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
কেশবপুর: যশোরের কেশবপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ মো. শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পৌর পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক, পৌর পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক প্রমুখ।
শার্শা ও বেনাপোল: যশোরের শার্শা ও বেনাপোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯। দিবসটি উপলক্ষে দুপুরে শার্শা উপজেলা চত্ত্বর ও বেনাপোলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শায় র‌্যালির উদ্বোধন করেন যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। বেনাপোলে পুলিশিং কমিটির উদ্বোধন করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সার্কেল এ এসপি এম এ হাদি, শার্শা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ওসি মামুন খান, ওসি আতাউর রহমান ও ওসি আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাসির উদ্দিন, অহিদুজ্জামানসহ ১১টি ইউনিয়েনের ইউপি চেয়ারম্যান মেম্বররা।
কয়রা: শনিবার সকাল ১০ টায় কয়রা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে উপজেলার প্রধান প্রধান সড়কে র‌্যালিটি প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগ সভাপতি জিএম মোহাসিন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, সদর ইউপি চেয়ারম্যান এইচএম হুমায়ুন কবির, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, আমাদি ইউপির পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল রহমান। এসময় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।