ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা ৩৩ বিজিবি’র পৃথক দুটি অভিযানে ভারতীয় ফেন্সিডিল, মদ, সুপারী ও সুখি বড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মোঃ জাহাঙ্গীর (৩৫)। সে শহরের রসুলপুরের কাঞ্চন মোল্লার ছেলে।
বিজিবি জানায়, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে ভোমরা অথৈ ট্রেডার্স এর পার্কিং এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় ট্রাক নং ডই ১৫-অ-৫০৫৩ (১০ চাকা বিশিষ্ট) তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশ্যে ভারতীয় ট্রাকে লোড অবস্থায় ১২ হাজার প্যাকেট বাংলাদেশী সুখী বড়ি এবং ২৭০ কেজি সুপারি আটক করে। আটককৃত মালামাল ও ট্রাকের সর্বমোট মূল্য ৭৩ লাখ ২১ হাজার টাকা।
পৃথক অপর এক অভিযানে রোববার রাত পৌনে ১১ টার দিকে ভোমরা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ আবু হানিফ এর নেতৃত্বে একটি টহল দল ঘোষপাড়া বেড়িবাঁধের উপর অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল ও মদসহ উক্ত মোঃ জাহাঙ্গীরকে আটক করে। আটককৃত আসামীকে ভারতীয় মাদকদ্রব্যসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …