নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও কেককাটার মধ্যদিয়ে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় বর্ণাঢ্য র্যালি শেষে আমতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু। সাধারণ সম্পাদক এইচ আর মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, মেয়র তাজকিন আহমেদ চিশতি, শের আলী, আব্দুস সামাদ মহিউদ্দিন সিদ্দিকি। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন যুব নেতা হাসান শাহরিয়ার রিপন, শ্যামনগর থানা যুবদলের সভাপতি আজিজুর রহমান আজিবর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, কালিগঞ্জ থানা যুবদলের সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজুু, তালাথানা যুবদলের ইয়াছিন উল্লাহ ইয়াছিন, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন লিটন, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, শাহিনুর রহমান শাহিন, জেলাস্বেচ্ছা সেবকদলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নেছারুল আজিবর, শাহিনসহ সকল থানা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, যুবরাই দেশ তথা বিশ্বকে পারে পরিবর্তনের ছোয়া এনে দিতে। বেগম খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসা ও মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বিকল্প নেই।
এদিকে জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টায় শহরের কামালনগর এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা। প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের আহবায়ক প্রফেসর নূর মোহাম্মদ পাড়, সদস্য সচিব প্রফেসর মনিরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, মিলন শিকদার, আলিমুজ্জামান আলিম, খোরশেদ আলম, জিয়ারুল ইসলাম জিয়া, মনিরুজ্জামান প্রিন্স, শাহরিয়ার আলম, যুব নেতা জাকির হোসেন বাবু প্রমুখ।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …