সরকারি শিশু পরিবারে নির্মিতব্য শিশু পার্কটি হীরকের নামে করার ঘোষণা দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসিফ ইকবাল হীরক এর অকাল মৃত্যুতে জেলা প্রশাসন গভীর ভাবে শোকাহত। ডিসি সাতক্ষীরা ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জেলা প্রশাসক এসবএম মোস্তফা কামাল তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সাথে জেলা প্রশাসন কর্তৃক সরকারি শিশু পরিবারে নির্মিতব্য শিশু পার্কটি আসিফ ইকবাল হীরকের নামে করার ঘোষণা প্রদান করেন। এছাড়াও জেলা সদরের শিশুদের নিয়ে আসিফ ইকবাল হীরক স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বিবৃতিদে উল্লেখ করেন।

Check Also

হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক

গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।