নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশের অভিযানে মাদক মামলার ১ জনসহ ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পুলিশ ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
সোমবার(২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার(২৯ অক্টোবর) সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ২ জন,কালিগঞ্জ থানা থেকে ৪ জন, শ্যামনগর থানা থেকে ১ জন, আশাশুনি থানা থেকে ২ জন,পাটকেলঘাটা থানা থেকে ২ জনসহ ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরো বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও সদর থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১ টি মাদকের মামলা হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …