ক্রাইমবার্তা রিপোটঃ খেশরা (তালা) সংবাদদাতা: বাংলার এক সময়ের অন্যতম জনপ্রিয় লাঠি খেলা। তবে সময়ের সাথে সাথে হারাতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী এ খেলা। একই সাথে হুমকির মুখে পড়েছে এই খেলার সাথে সংশ্লিষ্টদের জীবন-জীবিকাও। তারপরও অনেককেই এখনও খেলতে দেখা যায়।
আলোকিত শাহপুর (স্বেচ্ছাসেবী সংগঠনের) আয়োজনে তালা উপজেলার শাহপুর নিরিবিলি বাজারে বসেছিল লাঠিখেলার এ আসর। খেলায় আলোকিত শাহপুর (স্বেচ্ছাসেবী সংগনের) সভাপতি মাসুদ করিম রাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই লাঠি খেলা দেখতে ভীড় করে হাজারও জনতা। দর্শকদের করতালিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। বর্তমান যুব সমাজকে অপরাধের হাত থেকে দুরে রাখতে আর গ্রামীন ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে এ ধরণের আয়োজন চান দর্শকরা। দিনভর এ খেলায় অংশ নেয় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ৬টি লাঠিয়াল দল।
Check Also
সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন
মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …