ক্রাইমবার্তা ডেস্করিপোর্টঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন।
দুর্ঘটনা কবলিত ট্রেনটি পাঞ্জাবের পূর্বাঞ্চলের দিকে যাচ্ছিল বলে নিশ্চিত করেছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।
রহিম ইয়ান খান শহরের উপ-কমিশনার জামিল আহমেদ জানান, পাঞ্জাব রাজ্যের লিয়াকতপুরের কাছাকাছি এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রেনের ভেতর গ্যাস স্টোভে রান্না করার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আগুন ধরে গেলে দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, কিছু যাত্রী নিয়ম ভঙ্গ করে দ্রুতগতিতে ছুটতে থাকা ট্রেনটির ভেতর সকালের নাস্তা তৈরি করার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।