ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা: : সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৭তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা পোস্ট অফিস মোড় থেকে বর্ণাঢ্য মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরেরর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ শহীদ স.ম আলাউদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়।
মশাল মিছিল শেষে সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ^াস আবুল কাশেম, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, দেবহাটা উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, শ্যামনগর উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, আশাশুনি উপজেলা জাসদের আহবায়ক সুরাত উজ্জামান প্রমুখ।
গণসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নারী জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পাপিয়া আহমেদ, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অনুপম কুমার অনুপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম আবদুল আলিম প্রমুখ।
গণ সমাবেশে বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের শাসন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান জোরদার করার পাশাপাশি জেলা-উপজেলা পর্যন্ত বিস্তৃত করতে হবে। জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা নির্মুল করে শান্তি ও উন্নয়নের ধারা এগিয়ে নিতে হবে। সরকারকে বৈষম্যের অবসান করে সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে তবেই সুশাসন প্রতিষ্ঠিত হবে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …